দীর্ঘ একশ দিন পর ফিরলেন বার্সেলোনার প্রাণভোমরা

স্পোর্টস ডেস্ক:
লা লিগায় খুব একটা ভালো অবস্থানে নেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই জয়, এক ড্র ও এক হারে টেবিলের পঞ্চম স্থানে কাতালান ক্লাবটি। এমন ধুঁকতে থাকার কারণ একটাই। বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি যে মাঠের বাইরে। দীর্ঘ একশ দিন মেসি ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন। লা লিগা শুরু হওয়ার পর শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ। লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বড় পরীক্ষায় নামতে হচ্ছে বার্সেলোনাকে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে কাতালানরা। তবে বড় যুদ্ধে নামার আগে স্বস্তির সুবাতাস বইছে বার্সা শিবিরে।

দলের মূল খেলোয়ার দীর্ঘদিন পর চোট কাটিয়ে ক্যাম্প ন্যুয়ের অনুশীলনে যোগ দিয়েছেন। মাংশ পেশীর চোটের কারণে লা লিগার চলতি মৌসুমে একটি ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইতোমধ্যে স্পেনের সর্বোচ্চ লিগে চারটি ম্যাচ খেলে ফেলেছে আর্নেস্তো ভালভার্দের দল।

তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ৩২ বছর বয়সী তারকা ডর্টমুন্ডের বিপক্ষে খেলবেন কিনা তা অনিশ্চিত। একবারের চ্যাম্পিয়ন লিগ জয়ীদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে বার্সা জার্মানি সফরে যাবে সোমবার (১৬ সেপ্টেম্বর)।

আরও সংবাদ