ধর্মপাশার দক্ষিণউড়া সরকারি বিদ্যালয়ে দুপুরেই বাজে ছুটির ঘন্টা

এনামুল হক এনি, ধর্মপাশা:
বিকেল ৪টা ১৫ মিনিটে বিদ্যালয় ছুটি হওয়ার কথা। কিন্তু দুপুরেই বাজে ছুটির ঘন্টা। আবার সকাল ৯টা ১৫ মিনিটে পাঠদান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে কখনও কখনও সকাল ১০টা থেকে সাড়ে ১০টা বেজে যায়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে পৌঁছালেও শিক্ষকদের জন্য অপেক্ষায় থাকতে হয় তাদের (শিক্ষার্থী)। দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনায় চলছে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন, প্রতিদিন শিক্ষকেরা দেরিতে বিদ্যালয়ে পৌঁছান। কোনো রকমে পাঠদান করিয়ে দুপুর দেড়টা থেকে থেকে দুইটার মধ্যে বিদ্যালয় ছুটি দেওয়া হয়। তাই শিক্ষার্থীরা পড়াশোনায় দিনদিন পিছিয়ে পড়ছে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার তালুকদার বলেন, ‘দেরিতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা এবং দুপুরেই ছুটি দেওয়ার বিষয়টি সত্য নয়।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মুঠোফোন রিসিভি না করায় এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনের বক্তব্য জানা যায়নি।

আরও সংবাদ