রাজনগরে এমপিও ভুক্ত হলো ৬টি বিদ্যালয়

মৌলভীবাজারের রাজনগরে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও নিম্ন মাধ্যমিক স্তরে ২ টি প্রতিষ্টানকে এমপিও ভুক্ত করা হয়। গত ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনগর উপজেলার এই ৬টি বিদ্যালয়সহ সারাদেশের ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা দেন।

 

মাধ্যমিক পর্যায়ে রাজনগর উপজেলার নতুন এমপিও ভুক্ত ৪টি বিদ্যালয় হলো- রাজনগর আইডিয়েল হাই স্কুল, কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, শান্তকুল উচ্চ বিদ্যালয়।

 

অপরদিকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে উপজেলার এমপিও ভুক্ত ২টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- আলহাজ্ব আব্দুল মোকতাদির একাডেমি ও বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়।

 

এব্যাপারে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

আরও সংবাদ