সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযান : গাঁজা ও মটর ডালের চালান আটক

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও বাংলাদেশী মটর ডালের চালান আটক।

 

সুনামগঞ্জের ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ তাহিরপুর উপজেলার চানপুর বিওপির টহল দল গত ২৩ অক্টোবর বিকাল ৪.৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২০১/৭-এস এর নিকট হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪ নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ৪ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার বিজিবির সিজার মূল্য ১৪,০০০/- টাকা।

অন্যদিক দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল গত ২২ অক্টোবর রাত ১১.৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২৩২/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও( ইসলামপুর) নামক স্থান হতে ৭০০ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে, যার বিজিবির সিজার মূল্য ১৭,৫০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং বাংলাদেশী মটর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও সংবাদ