ভারত মহারাষ্ট্রের দুটি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় নোটা


মহারাষ্ট্রের দুটি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে নোটা। হরিয়ানার অন্তত ৬টি কেন্দ্রের ফলে নোটার ভূমিকা বিরাট। মহারাষ্ট্রের লাটুর (গ্রামীণ) আর পালুস-কেদেগাঁও কেন্দ্রে রানার্স আপ নোটা। লাটুরে জিতেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে ধীরাজ বিলাসরাও দেশমুখ। জয়ের ব্যবধান ১ লাখ ৩৩ হাজার। দ্বিতীয় স্থানেই রয়েছে নোটা। নোটায় পড়েছে ২৭ হাজার ২৮৭টি ভোট। শিবসেনা ১৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে। পালুস-কেদেগাঁও কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ভোট। শিবসেনা পেয়েছে ৮৯৭৬ ভোট। আর নোটায় ভোট পড়েছে ২০ হাজার ৬৩১টি। মহারাষ্ট্র এবং হরিয়ানায় আম আদমি পার্টির থেকে বেশি ভোট পেয়েছে নোটা। হরিয়ানায় জয়-পরাজয়ে ৬টি কেন্দ্রে নির্ধারক হয়েছে নোটা। থানেশ্বরে বিজেপি প্রার্থীর জয়ের মার্জিন ৮৪২। সেখানে নোটায় পড়েছে ৯৫১টি। সিরসায় বিজেপি জিতেছে ৬০২ ভোটে। সেখানে নোটা ৫৭৯। রাতিয়ায় বিজেপি জিতেছে ১২১৬ ভোটে। নোটা সেখানে ১০৮৬। বিজেপি বদখালে জিতেছে ২৫৪৫ ভোটে। সেখানে নোটা ২২৭৪।

আরও সংবাদ