সাকিবের বিরুদ্ধে একশনে যাচ্ছে বিসিবি


দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি করার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ দর্শানোর নোটিশও পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক। এক প্রতিবেদনে এমনই জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ।

গত ২২ অক্টোবর টেলিকম কোম্পানি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যেকোনো টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন না।

এ ব্যাপারে শনিবার সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘হ্যাঁ। এই চুক্তি কোনোভাবেই করতে পারে না। কেনো পারে না, চুক্তিতে সব লেখা আছে। লিখিতভাবে ওদের বলে দেয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হল। গ্রামীণ বিডই করল না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হল? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হল। খেলোয়াড় লাভবান হল। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেল। এটি তো হতে পারে না। তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে।’

তিনি আরো বলেন, ‘এমনকি আমার জানা মতে মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে যে, না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ।’

এটি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন? জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু/বৃহস্পতিবার) শুনলাম প্রথম। আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই। আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, ‘বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না।’ এরকম হলে কঠোর ব্যবস্থা নেবই।’

বিসিবি প্রধানের আরও বক্তব্য, আফগানিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলা হওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু পরে শুনি স্পিন উইকেটে খেলবে। আমি তখন বিদেশে। তাহলে বলুন এই ব্যর্থতার দায় কার? নিজেদের মাঠে আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছি। আর কিনা হারলাম আফগানিস্তানের কাছে? আমি হলে আন্দোলন দূরের কথা, লজ্জায় মুখই দেখাতাম না।’

আরও সংবাদ