জুড়ীতে স্বেচ্ছাশ্রমে আবর্জনা পরিস্কার

মৌলভীবাজার জেলারর  জুড়ী উপজেলার দক্ষিণ জাঈীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তার দুই পাশে আবর্জনার  স্তুপ সেচ্ছাশ্রমে   পরিষ্কার করল যুবসমাজ।

জুড়ী বাজারের পাশ্ববর্তী এই দুই বিদ্যালয় অবস্হিত হওয়ায় ময়লা আবর্জনা জমে প্রতিনিয়ত দূর্গন্ধ ছড়ায়,পাশাপাশি  ক্ষতি হচ্ছে পরিবেশের।এ রাস্তা দিয়ে যাতায়াত করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  আবর্জনার  স্তুপ সরাতে বিদ্যালয় কর্তৃপক্ষের  কোন নজর নেই।

১৫ নম্বেভর শুক্রবার স্হানীয় চাল ব্যবসায়ি মর্তুজ  আলী ও উপজেলা ছাত্রলীগ  নেতা জহিরুল ইসলাম এর  নেতৃত্বে সেচ্ছাশ্রমে এ পরিষ্কার অভিযানে উপস্হিত ছিলেন জুড়ী কলেজ ছাত্রলীগ  নেতা মান্না আহমদ,  মাছুম আহমদ, আব্দুর রাজ্জাক জুমন, সোহানুর রহমান ও মামুন আহমদ সহ ১০-১৫ জনের একটি দল।

তারা আবর্জনার স্তূপ পরিস্কার করে রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের ফুলের চারা লাগান।

এ কাজের নেতৃত্ব দেওয়া মর্তুজ আলী বলেন, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজ করছি।আর্বজনা পরিষ্কার করলে পরিবেশ ভালো থাকবে আর ফুলের গাছের ফুল আমাদের সুগন্ধি ছড়াবে।সকলের এ ধরনের কাজ করা উচিত বলে তিনি মনে করেন।

আরও সংবাদ