পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

চলমান গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। কবে নাগাদ পদত্যাগ করবেন তা স্পষ্ট করেননি তিনি।
শুক্রবার এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী। আগামী রবিবার এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য  জরুরি ভিত্তিতে সংসদ বসবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণাকে নাচ-গান ও উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও গণমানুষের বিজয় বলে অভিহিত করে।
এর আগে এদিন জুমার নামাজকালে দেশটির জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতোল্লাহ আলী আল সিস্তানি গণবিক্ষোভ নিরসনে সংসদ সদস্যদের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব আনার কথা পুনর্বিবেচনার আহ্বান জানান।

এর আগেও তিনি এ আহ্বান জানান। ধর্মীয় নেতার ওই ইচ্ছা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আদেল আব্দুল-মাহদি পদত্যাগের ঘোষণা দেন।
চলতি বছরের ১ অক্টোবর কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতির অবসান ও উন্নত সেবার দাবিতে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ৪ শতাধিক নিহত ও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন

আরও সংবাদ