বড়লেখায় ১০কিমি ম্যারাথন অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় ভাষা শহীদদের শ্রদ্ধা স্মরণে ২য় বারের মতো “বড়লেখা ১০কি.মি দৌড় ২০২৩” আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বড়লেখা ওয়ারিয়র্সের ব্যাবস্থাপনায় ম্যারাথনটি শুরু হয় সকাল ৬ ঘটিকায় বড়লেখা উপজেলা চত্তর থেকে মাধবকুন্ড।

ম্যারাথনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা দৌড়বিদরা। একে একে সব দৌড়বিদরা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হন।

মাধবকুণ্ড জলপ্রপাত, বাগান, আগর আতর গাছ, হাজার হাজার ভ্রমণ প্রেমীকে হাতছানি দিয়ে ডেকে নেয় বড়লেখার এই ম্যারাথনটি। ১৬২ ফুট উঁচু এই ঝরনাটিকে দেশের সর্ববৃহৎ ঝর্ণা বলা হয়ে থাকে। এছাড়াও বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্ক, আগর আতর শিল্প ও আশেপাশের চা বাগান ও চমৎকার আবহাওয়া কে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টায় সবস্তরের দৌড়বিদ ও ভ্রমন প্রিয়াসুদের নিয়ে এই ম্যারাথনের আয়োজন করা হয়।

এশিয়াবিডি/কেকে/ মান্না দাস
আরও সংবাদ