বলিরেখাহীন ত্বকের জন্য ৬ ফেসপ্যাক
সুরমা নিউজ:
ত্বকের তারুণ্য ধরে রাখতে ভেষজ উপাদানের তৈরি ফেসপ্যাক ব্যবহার করা চাই নিয়মিত। টমেটো, মধু, অ্যালোভেরাসহ এসব প্রাকৃতিক উপাদান যেমন ত্বকের বলিরেখা দূর করে, তেমনি ত্বক রাখে কোমল ও উজ্জ্বল।
- সমপরিমাণ গাজরের রস, টমেটোর রস এবং লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
- ১ চা চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ টমেটো ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- ১ চা চামচ হলুদ গুঁড়া, ২ চা চামচ বেসন, ১ চা চামচ টমেটোর রসের সঙ্গে প্রয়োজন মতো গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে পুরু করে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- সমপরিমাণ অ্যালোভেরা জেল ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
- ১টি পাকা কলা চটকে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- ১ টেবিল চামচ কফির সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: গ্লোপিঙ্ক