বিয়ানীবাজারে খালাকে নিয়ে উধাও তরুণ
সুরমা নিউজ:
বিয়ানীবাজারের মাথিউরায় খালাকে নিয়ে উধাও হয়েছে এক তরুণ। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও উধাও হওয়া যুগলের খোঁজ মিলছে না। মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। উধাও হওয়া তরুণ লিটন আহমেদ (২৭) একই ইউনিয়নের পুরুষপাল গ্রামের খছরু মিয়ার ছেলে। তার মা মরিয়ম বেগম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে উধাও খালা লিটনের মায়ের আপন চাচাতো বোন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করা ছিল লিটনের খালার।
কিন্তু বৃহস্পতিবার রাতেই গায়ে হলুদের কিছু পরে ওই খালাকে নিয়ে উধাও হয় লিটন। শিশু বয়সে লিটনের মায়ের বিয়ে বিচ্ছেদ হয়। তখন থেকে সে তার মায়ের সাথে নানাবাড়ি থাকতো। অনেক কষ্ট করে মা লিটনসহ তার ভাইবোনদের বড় করে তোলেন। ঘটনার পর থেকে বার বার মূর্ছা যাচ্ছেন তরুণের মা মরিয়ম বেগম।