সিলেটে ট্রাকচাপায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ট্রাকচাপায় সোহান আহমদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরতলীর তেমুখী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার গৌছ মিয়ার ছেলে এবং এমসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কুমারগাঁও এলাকায় নিজ বাসায় ফিরছিলেন সোহান। তেমুখী পয়েন্টে পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহান গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর তেমুখী পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।