বিয়ানীবাজারে গাছের সাথে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো পথচারীর
শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার:
বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় নজমুল ইসলাম নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ঢেউনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী নজমুল ইসলাম (৫০) উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর এলাকার বাসিন্দা। হতদরিদ্র নজমুল ইসলাম একজন দিনমজুর। স্ত্রীসহ ৩ ছেলে ও ৩ মেয়ে নিয়েই তার সংসার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো, ট ২২-০৩৫৪) বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ এড়ানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণে হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় সড়কের ঐ পাশে থাকা নজমুল ইসলামকেও ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহকারি পালিয়ে গেলেও স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাককে আটকে রেখেছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।