সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মিলানকে হারালো বার্সেলোনা
ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মিলানকে হারিয়েছে বার্সেলোনা। খেলার দুই মিনিটের মাথায় আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার মার্টিনেজের দারুণ এক গোলে এগিয়ে যায় এন্তোনিও কন্তের দল। খেলা প্রথমার্ধে গোল শোধে মরিয়া মেসি সুয়ারেজ গ্রিজমানরা শত চেষ্টা করেও ইন্টারের রক্ষণ ভাঙ্গতে পারেননি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটের সময় বদলি খেলোয়াড় ভিদালের পাস থেকে বল পেয়ে সমতা ফেরান লুইস সুয়ারেজ।
খেলার ৮৪ মিনিটে মেসির দারুন এক পাস থেকে জয়সুচক গোলটি করেন উরুগুয়াইন স্ট্রাইকার সুয়ারেজ।