তাহিরপুরে চিতাবাঘ শাবক উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাঁটা নদী তীর থেকে একটি চিতা বাঘ শাবক উদ্ধার করা হয়েছে। তাহিরপুরের বারেক টিলা লাগোয়া জাদুকাঁটা নদীর তীর থেকে বাঘ শাবকটিকে একদল জেলে উদ্ধার করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে হস্তান্তর করে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ’র অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ধারণা করা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে দলছুট হয়ে বাংলাদেশ অভ্যন্তরে ছুটে আসে চিতাবাঘ শাবকটি।

পরবর্তীতে সীমান্তনদী জাদুকাঁটা নদীতে মাছ ধরাকালে একদল জেলে শনিবার সকালে শাবকাটিকে উদ্ধার করে ব্যাটালিয়নের চাঁনপুর বিওপির বিজিবি’র নিকট হস্তান্তর করেন।

বিকালে ব্যাটালিয়নের তাহিরপুরের ট্যাকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানী কমান্ডার মো. রাশেদুজ্জামান, চাঁনপুর বিওপির বিজিবি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বনবিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে বাংলাদেশ অভ্যন্তরে বারেকটিলা লাগোয়া মেঘালয় পাহাড়ের নিকট অবমুক্ত করে দেন।

আরও সংবাদ