সিলেট আউটার স্টেডিয়াম পরিদর্শন করলেন ড. মোমেন
সিলেট আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়াম পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি। মঙ্গলবার বেলা ২টায় তিনি পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ তাহমিদুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম, ডিডিএলজি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দির আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপত্বি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল ও কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমুল হাদী কাবী, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী নাজিম উদ্দিন, ওসমানী নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, বিসিবির সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, বিভাগীয় দাবা কমিটির সম্পাদক রাহাত তরফদার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারি সম্পাদক এহিয়া আহমদ সুমন।