জৈন্তাপুরে ২৩টি ভারতীয় গরু আটক
সিলেটের জৈন্তাপুরে উপজেলার লালাখাল থেকে ২৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে সীমান্তের বাগছড়া এলাকা থেকে পৃথক অভিযানে চোরাই পথে আসা এসব গরু আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাঈদ আহমদ।
তিনি জানান, গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। আটক গরুগুলো কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামে তোলা হবে।
স্থানীয়রা জানান, লালাখাল সীমান্ত এখন চোরাচালানিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে গরু, সুপারি, মাদকসহ বিভিন্ন ধরনের পণ্য। মাঝেমধ্যে বিজিবির অভিযানে গরু কিংবা অন্য পণ্য ধরা পড়লেও চোরাকারবারিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।