বালাগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন ৩১ অক্টোবর, সফল করার লক্ষ্যে সভা
আজ ১২ অক্টোবর শনিবার বিকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । আগামী ৩১ অক্টোবর বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠত বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে।
বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার পরিচালনায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ মাহমুদ মিয়া, ডাঃ কাজল লস্কর, আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, কামাল আহমদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সদস্য নীলু ভুষন দে, টুনু মিয়া, হারুন মিয়া, মাসুক মিয়া, মীর্জা শেখ মুক্তার মিয়া, নেপুর আলম, এডভোকেট জুয়েল আহমদ, রফিকুল আলম সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভায় আগামী ৩১ অক্টোবর সম্মেলন সফল করা লক্ষে বিভিন্ন সিদ্বান্ত গ্রহন করা হয়।