এশিয়াবিডি’র আইসল্যান্ড প্রতিনিধি তায়েফ, গ্রীস প্রতিনিধি সাকির
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়াবিডি২৪ডটকম এর আইসল্যান্ড প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী সাংবাদিক আফিকুল আমিন তায়েফ। একই দিনে গ্রীস প্রতিনিধি সাকির আহমদ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পোর্টালেরর হেড অব নিউজের স্বাক্ষরিত নিয়োগপত্র, পরিচয় পত্র তাদের কাছে দেওয়া হয়েছে।
প্রবাসী বাঙালীদের কথা বলতে সাংবাদিক তায়েফ ও সাকির বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল জগতে অনেক তৎপর। সে সুবাদে প্রবাস গণমাধ্যম অঙ্গনে সকলের সাথে চলমান সু-সম্পর্ক বজায় রেখে সদ্য নিযুক্ত পেশাগত দায়িত্ব পালনে তারা সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা কামনা করছেন।