মৌলভীবাজারে ‘ভূয়া’ ডিবি পুলিশ আটক

ভূয়া গোয়েন্দা

মৌলভীবাজার শহর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর সময় শাওন রায় কানু (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল ষ্টোর থেকে তাকে আটক করা হয়।

 

আটকৃত শাওন রায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাতির বাংলা এলাকার বিমল রায় এর ছেলে।

 

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় জানান, শাওন বিকেলে শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল ষ্টোর এসে বলেন “আপনারা পলিথিনের ব্যবসা করেন। আমি ডিবির লোক আমাকে টাকা দিতে হবে।” তার ব্যবহারে সন্দেহ হয় এবং তারা তার পরিচয় নিশ্চিত করতে বলেন। জিজ্ঞাসাবাদে তারা ভূয়া ডিবি পুলিশ বলে প্রমাণিত হয়।

 

পরে গোয়েন্দা পুলিশকে খবর দিলে তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

 

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও সংবাদ