মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ২

কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

নিহতরা হলেন−কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের জিয়া (৪০) ও একই উপজেলার হাসান (৩০)। আহত হয়েছেন কুমারখালী উপজেলার খোর্দবন গ্রামের শফি সরদার (৪০)।

ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, রাতে তিন জন সার্কাস দেখার উদ্দেশে কুমারখালী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে যাচ্ছিলেন। খোকসার সোনাইডাঙ্গা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সবাই রাস্তার পাশে পুকুরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জিয়া মারা যান। আহত অপরজনকে উদ্ধার করা গেলেও মোটরসাইকেল চালক হাসান পুকুরে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।

আরও সংবাদ