ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
ফিফা র্যাংকিংয়ে সাম্প্রতিক সময়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ জেতার পর গত ১০ অক্টোবর বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
পাঁচ দিন পর একই প্রতিযোগিতায় বাংলাদেশ ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।
আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে। এ মাসের আন্তর্জাতিক বিরতিতে জার্মানির মাঠে ২-২ ড্র করার তিন দিন পর লিওনেল স্কালোনির দল একুয়েডরকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল।
শীর্ষ দশে এক ধাপ করে এগিয়েছে উরুগুয়ে (৫) ও ক্রোয়েশিয়া (৭)। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড। এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল (৬), স্পেন (৮) ও কলম্বিয়া (১০।