ইরানে চুরির দায়ে এক ব্যক্তির হাত কর্তন
ইরানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ডাকাতির মামলায় কারাবন্দি এক ব্যক্তির হাত কেটে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগ এমন তথ্য জানিয়েছে।
মাজান্দারান প্রদেশের বিচার বিভাগ জানিয়েছে, বুধবার সারি শহরে তার শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তিনি ২৮টি চুরির ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, হাত কর্তিত ব্যক্তি একজন পেশাদার চোর। তিনি মাহমুদাবাদের চারপাশে চুরি ও ডাকাতি করে বেড়াতেন।
তবে ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে এই অঙ্গশ্ছেদের নিন্দা জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাভিত্তিক উপপরিচালক সালেহ হিগাজি বলেন, পূর্বপরিকল্পিত অঙ্গহানি ও পঙ্গু করে দেয়া কখনোই ন্যায়বিচার হতে পারে না। মানব মর্যাদার প্রতি এটা বিভৎস আঘাত।
এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের শাস্তিদানের বিধিতে সংস্কারের মাধ্যমে এমন জঘন্য বিচার চর্চার অবসানের সময় অনেক আগেই হয়েছে।
শরিয়াভিত্তিক ইরানের ইসলামি আইনে চুরির মতো অপরাধে অঙ্গশ্ছেদের অনুমোদন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন বিচারের ঘটনা দেশটিতে একেবারেই অল্প।