মুরগি চুরি মামলায় তামিম দুই দিনের রিমান্ডে

রাজবাড়ীতে মুরগি চুরি মামলায় তামিম হাসান রতন নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ১ নম্বর আমলী আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডপ্রাপ্ত তামিম হাসান রতন রাজবাড়ী পৌরসভার ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দীন জানান, রাজবাড়ীর বিনোদপুর এলাকার মিজানুর রহমানের খামার থেকে এক হাজার মুরগি চুরি হয়। এ অভিযোগে গত ১৩ অক্টোবর তামিম হাসান রতন, রকি, রায়হানসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মিজানুর।

 

এ ঘটনায় অভিযান চালিয়ে আসামি রতন ও রকিকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে আদালত তামিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আসামি পক্ষের আইনজীবী আব্দুল বারী জানান, রাষ্ট্রপক্ষ দুই আসামিকে রিমান্ড চেয়েছিলো। কিন্তু আমরা সেটার বিরোধিতা করেছিলাম। পরে আদালত এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য আসামির রিমান্ড নামঞ্জুর করেছেন।

আরও সংবাদ