রাজনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
মৌলভীবাজারের রাজনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে রাজনগর থানা পুলিশের আয়োজনে এই পুলিশিং ডে পালন করা হয়।
এ উপলক্ষে সকালে মৌলভীবাজার-সিলেট সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে রাজনগর থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর থানার ওসি আবুল হাসিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
এসময় উপস্থিত ছিলেন, রাজনগর সরকারী কলেজের অধ্যক্ষ মো. জিলাল উদ্দিন, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান সালেক মিয়া, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, কমিউনিটি পুলিশের উপজেলা আহ্বায়ক ফজলু খান, যুগ্ম আহ্বায়ক ফরজান আহমদ, সদস্য সচিব কেতকী রঞ্জন ভট্টাচার্য, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মনা সহ রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।