‘সিরিয়া থেকে তেল চুরি করছে যুক্তরাষ্ট্র’
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তেল পাচার করছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। বেশ কয়েকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে এ অভিযোগ তুলেছে রাশিয়া। শনিবার বেশ কিছু ছবি প্রকাশ করে তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, মহাকাশ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করা হচ্ছে সক্রিয়ভাবে এবং প্রক্রিয়াজাতকরণের জন্য সিরিয়ার বাইরে পাঠানো হচ্ছে।
নির্ভরযোগ্য আমেরিকান সেনাদের সুরক্ষায় আইএস জঙ্গিদের পরাজিত করার আগে ও পরে এমনটি ঘটেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার সিরিয়ার তেলক্ষেত্র সুরক্ষায় সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেন।
রুশ মুখপাত্রের দাবি, ওয়াশিংটন সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্রের দখল নিচ্ছে অস্ত্রের মুখে। এটি আন্তর্জাতিক ডাকাতি।