আশুলিয়ায় ৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আশুলিয়ায় ৮০০ পিস ইয়াবাসহ ওয়াসিম আকরাম (২৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা ডিবি উত্তর গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকার শাহজালাল হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
ওয়াসিম আকরাম ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক কাওসার সুলতান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ নয়ারহাট এলাকায় হোটেল শাহজালাল এর সামনে থেকে ৮০০ পিস ইয়াবাসহ মোঃ ওয়াসিম আকরামকে আটক করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী এবং ধামরাই থানায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।