দীপাবলিতে ট্রাম্পের শুভেচ্ছা
হিন্দু সম্প্রদায়ের উৎসব দীপাবলিতে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৭ অক্টোবর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। এদিনই এক টুইট বার্তায় দীপাবলির শুভেচ্ছা জানান ট্রাম্প।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমি এবং মেলেনিয়ার (ট্রাম্পের স্ত্রী) পক্ষ থেকে সবাইকে দীপাবলি উৎসবের শুভেচ্ছা। আশা করি সবাই আনন্দের সঙ্গে এই উৎসব পালন করবে।
এছাড়া টুইটারে ট্রাম্পেরই দেওয়া এক ভিডিও-তে দেখা যায়, তার বাসভবন হোয়াইট হাউসে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসব পালন করছেন ট্রাম্পসহ অন্যান্যরা।