কিশোরগঞ্জে বাসচাপায় শিশু নিহত
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকায় বাসচাপায় মুন্না (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে করে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল মুন্না। পথে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ওই উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকায় একটি বাস বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে মুন্না গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।