জাতীয় পার্টি সরকারের ভুল-ক্রুটি ধরিয়ে দিচ্ছে : জিএম কাদের

সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে থেকে জাতীয় পার্টি (জাপা)সরকারের গঠনমূলক সমালোচনা ও ভুল-ক্রুটি ধরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

আজ সোমবার দুপুরে গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে।’

তিনি বলেন,‘দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি একটি। জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি নির্বাচন করেছে কিন্ত শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল-ক্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া মানেই জনগণের উপকার করা।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন,‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, ‘১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন পেয়ে আওয়ামী লীগ ২১ বছর পরে সরকার গঠন করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সঙ্গে খারাপ আচারণ করেছে।’

অনুষ্ঠানে ঢাকা মহানগরের উত্তরের প্রতিনিধি সভায় জাপার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ