শার্শায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোর গ্রেফতার
শার্শা উপজেলার রাঘবপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। নয়ন একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৭ অক্টোবর) বিকেলে নয়নের বাড়িতে ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিল ওই ছাত্রী। এসময় নয়ন ওই শিশুটিকে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। সেসময় মেয়েটির মা টের পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে সোমবার সকালে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে নয়নকে গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়।
একইসঙ্গে নির্যাতনের শিকার ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।