শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের চাপায় আশরাফ মিয়া (২০) ও বিষ্ণু সরকার (১৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দারিকাপাল মহিলা কলেজের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকার আব্দুল হকের ছেলেও বিষ্ণু একই এলাকার সজল সরকারের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত যুবকের নাম জানা যায়নি। তবে তিনি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহর থেকে মোটরসাইকেলে করে আশরাফ, বিষ্ণু ও অন্য একজন বাড়ি ফিরছিলেন। পথে মহিলা কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফ ও বিষ্ণু মারা যায়। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হলেও মাইক্রোবাসচালক পালিয়ে যায়।