দোয়ারাবাজারে পানি ও স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জিওবি- ইউনিসেফের আসওয়া-২ এর পানি ও স্যানিটেশন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ২টায় জিওবি- ইউনিসেফের নিজস্ব অর্থায়নে প্র্যাক্টিক্যাল একশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ভার্কের আসওয়া-২ প্রকল্পের বাস্তবায়নে ইউনিসেফ-জিওবি প্রকল্প প্রত্যেকের জন্য দ্রুত পানি এবং স্যানিটেশন এর অবহিতকরন কমর্শালা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার মহিদুল ইসলাম পিকে এর উপস্থাপনায় উক্ত অবহিতকরন কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।
স্বাগত বক্তব্য রাখেন ভার্কের প্রকল্প প্রকৌশলী মো. মমিনুল ইসলাম।
বিশেষ আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:আবুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, ইউনিসেফ সিলেট এর ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন অফিসার মো. কামরুল আলম, প্র্যাকটিকেল একশন এর প্রকল্প ম্যানেজার নেহাল আজমল মহী, আসওয়া-২ এর প্রকল্প সমন্বয়কারী (ভার্ক) মো. কামরুজ্জামান, ভার্কের এলাকা সম্বন্নয়কারী শান্ত শিব রায়, সুহেল আহমদ, অফিসার-মনিটরিং, ইভালুয়েশন ও লানিং, প্র্যাক্টিক্যাল একশন প্রমুখ