ফাহমিদা ইয়াসমিনের কবিতা
তোমার আমার ভালবাসা
ফাহমিদা ইয়াসমিন
জীবনের সব রঙে সাজাবো তোমায়;
ভালবাসবো দিয়ে মনের সব অাবেগ!
হৃদয়ের সব অাকুলতা দিয়ে জড়িয়ে রাখবো তোমায়,
প্রেমের উষ্ণ মমতায়!
তুমি থাকবে হেমন্তের শিশির হয়ে
জড়িয়ে রেখে অামায় ফুলের মতো;
অনাবিল মুগ্ধতায় এমনি
কেটে যাবে সময়।
পাখি ডাকা ভোরের সজীবতায়,
হাঁটবো দু’জন পাশাপাশি ; অকৃত্রিময়তায়।
মিশে হবো একাকার ; ঐ দূর অাকাশের নীলিমায়
খোঁজে পাবে না অার কেউ!
হারিয়ে যাবো দু’জন অজানায়
দারুচিনি দ্বীপের অভয়ারণ্যে!
একাকার হয়ে মিশে যাবো
রংধনুর সাত রঙে।
তোমায় ছোঁয়ায় স্বপ্নের মাঝে
জেগে উঠবো অামি ;
পরম অাদরে অাটকে থাকবো
হৃদয়ের গহীন কুঠোরে!
কবি:লন্ডন প্রবাসী।