রাজনগর থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনগর থানা পুলিশের আয়োজনে ওসি আবুল হাসিমের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এস আই অজিত কুমার তালুকদারের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম পিপিএম, তিনি তার বক্তব্যে প্রতিটি গ্রামে পাহারা বসিয়ে চুরি ডাকাতিসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার আহ্বান জানান। আর এইসমস্ত করতে গিয়ে কেউ কোন সমস্যায় পরলে আমি সার্বিক সহযোগিতা করব।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দসহ রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহাজান খাঁন, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত্, রাজনগর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শহীদুজ্জামান ছালিক, টেংরা ইউপি চেয়ারম্যান মো: টিপু খাঁন, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, ইউপি সদস্য আবুল হোসেন, এনামুল হক চৌধুরী, শাহেদ আহমদ, মাহবুব আলম, আব্দুর রহিম রেনু, প্রমূখ।