কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫ দিনে শেষ হবে ভর্তি পরীক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫ দিনে ভর্তি পরীক্ষা শেষ হবে। ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আসন্ন  ২০১৯ -২০ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল  ইসলাম বিশ্ববিদ্যালয়ে ( জাককানইবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন   ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ হয়েছে।  এবছর প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী।

 

এবার ৪টি অনুষদে ৫ টি ইউনিটে  অধীনে মোট ১০৬০ টি আসবের বিপরীতে ৩৪৮২২ টি আবেদন জমা পড়েছে।

 

এ ইউনিটে ৬৯৮৮,  বি ইউনিটে ৮৮৫৯, সি ইউনিটে ৫১৮৯,ডি ইউনিটে ১২০১০, ই ইউনিটে  ১৭৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক এবং পিএস টু  ভাইস চ্যান্সেলর এস এম হাফিজুর  রহমান।

 

এদিক এবার সবচেয়ে বেশি প্রতি দ্বন্দ্বিতা হবে বি ইউনিটে। বি ইউনিটে ১৬০ টি আসনের  বিপরীতে ৮৮৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছে যেখানে একটি আসনের  বিপরীতে লড়বে ৫৫ জন শিক্ষার্থী।

এছাড়াও এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন, সি ইউনিটে ২৫ জন, ডি ইউনিটে ৩০ জন, ই ইউনিটে ১২ জন করে লড়াই করবে।

৪টি অনুষদের  ৫ টি ইউনিটে  ১৭ অক্টোবর  থেকে ২১ অক্টোবর  পর্যন্ত অনুষ্ঠিত  হবে।

 

আগামী ১৭ নভেম্বর  এ ইউনিটে, ১৮ নভেম্বর বি ইউনিটে,১৯ নভেম্বর  সি ইউনিটে, ২০ নভেম্বর ডি ইউনিটে,২১ নভেম্বর ই ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত  হবে।

 

এবছর প্রথমবারের মত এমসিকিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষার অংশগ্রহন করতে হবে ভর্তিচ্ছুদের।

 

বিশ্ববিদ্যালয়ের   ভর্তি পরীক্ষা  অন্যান্য তর্থাদি  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।

আরও সংবাদ