জেএসসি-জেডিসি: প্রথম দিনে অনুপস্থিত ৬৬১৯৪ পরীক্ষার্থী

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন ১০ শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ১৯৪ জন। বহিষ্কৃত পরীক্ষার্থী ৩৮ জন এবং পরিদর্শক একজন।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

শনিবার (২ নভেম্বর) সারাদেশে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সূচি অনুযায়ী, ২ নভেম্বর হতে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর।

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকাল ৯টায় কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

 

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১৩ হাজার ১৯২ জন, রাজশাহীতে চার হাজার ৮২১ জন, কুমিল্লায় চার হাজার ৬৭ জন, যশোরে চার হাজার ৪৪০ জন, চট্টগ্রামে তিন হাজার ৪৬১ জন, সিলেটে দুই হাজার ৯৯৬ জন, বরিশালে তিন হাজার ১৬৩ জন, দিনাজপুরে পাঁচ হাজার ৮৩৪ জন, ময়মনসিংহে দুই হাজার ৯৯৮ জন এবং মাদরাসা বোর্ডে ২১ হাজার ২৩২ জন ছিল।

 

ঢাকায় দুইজন, রাজশাহীতে পাঁচজন, কুমিল্লায় দুইজন, বরিশালে আটজন, দিনাজপুরে একজন, ময়মনসিংহে ৩৬ জন এবং মাদরাসা বোর্ডে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। আর ময়মনসিংহে বহিষ্কার হয়েছেন এক পরিদর্শক।

 

প্রথম দিন জেএসসিতে ২০ লাখ ৭২ হাজার ২৫৪ জনের মধ্যে ২০ লাখ ২৭ হাজার ২৯২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ৯৬২ জন।

 

অন্যদিকে, জেডিসিতে ৩ লাখ ৭৬ হাজার ৭৩৪ জনের মধ্যে অংশ নেয় ৩ লাখ ৫৫ হাজার ৫০২ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৩২ জন।

আরও সংবাদ