বড়লেখায় বিজয় ফুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে বিজয় ফুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া স্কুলের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ উপলক্ষে স্কুলের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. জয়নাল আবেদীন, অভিভাবক সদস্য মসরুর আলম চৌধুরী প্রমুখ।
এসময় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য দুদু মিয়া, অভিভাবক সদস্য মো. রিয়াজুল ইসলাম, সাফিয়া রহমান, স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লাইসিয়াম স্কুলে গত ২৮ অক্টোবর স্কুল পর্যায়ের বিজয় ফুল প্রতিযোগিতা হয়। এতে ৮৬ জন শিক্ষার্থী বিজয়ী হয়। মঙ্গলবার বিজয়ীদের সকলকে পুরস্কার দেওয়া হয়েছে