চাইলেই লোকমানকে বাদ দেওয়া সম্ভব নয় : পাপন
জেলে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে সরিয়ে দেওয়ায় আইনগত বাধা আছে, চাইলেই তাকে বাদ দেওয়া সম্ভব নয় বলে দাবি করেছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। লোকমান গ্রেফতার হওয়ার পর থেকেই তাকে বিসিবির পদ থেকে বহিস্কার না করায় নাজমুল হাসানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু গঠনতন্ত্র আরও ভালোভাবে বুঝে, আইন-কানুন জেনে সময়মতো এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
লোকমান প্রসঙ্গে পাপন বলেন, ‘এখন আমরা মনে করছি যে আরও কিছুদিন সময় নেওয়া দরকার।
একজন কাউন্সিলকেও চাইলেই বাদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। সে তো কাউন্সিলর বটেই, পাশাপাশি নির্বাচিত পরিচালকও। একজন নির্বাচিত পরিচালককে বাদ দেওয়া খুবই কঠিন।
আমরা আগে আইন-কানুন জানার ও বোঝার চেষ্টা করছি যে কী করা যায়। সময়মতো সিদ্ধান্ত যা নেওয়ার, আমরা নেব। ‘