কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গাছ বাঁচানোর জন্য অরণ্যের পদক্ষেপ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলের কাছ থেকে বিলিন হওয়ার অপেক্ষায়  চারটি লেবু গাছ সরিয়ে অন্যত্র প্রতিস্থাপন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী  সংগঠন “অরণ্য” এর সদস্যরা।  গাছগুলো মাটি চাপা পড়ার ঝুঁকিতে ছিল। অরণ্যে’র সদস্যরা লেবু গাছগুলো উদ্ধার করে নিয়ে এসে দোলনচাঁপা ছাত্রী হলের কাছে পুনরায় রোপন করে।

 

অরণ্যে’র সমাজসেবা বিষয়ক সম্পাদক আমানুল্লাহ বলেন, এই গাছগুলো আমি দেখতে পেয়ে কর্মরত  শ্রমিকদের বলি তারা যেন গাছগুলো মাটি চাপা পড়তে না দেয়, আমরা এগুলো পুনরায় রোপন করে বাঁচাবো। তারপর অরণ্যের সদস্যরা মিলে এগুলোকে উদ্ধার  করি।

সাধারণ সম্পাদক আসিফ শাহরিয়ার অর্ণব বলেন,” এই গাছগুলোকে রক্ষা করতে পেরে আমরা খুবই আনন্দিত। অরণ্য এ ধরনের কাজ অব্যাহত রাখবে।”

অরণ্যের সভাপতি জোনাস ভৌমিক বলেন,” প্রকৃতি পরিবেশ জীববৈচিত্র্য রক্ষায় অরণ্য এভাবে অবদান রাখবে। শুধু বৃক্ষ রোপন নয় বৃক্ষ রক্ষণাবেক্ষণেও আমাদের সচেতন হতে হবে।”

আরও সংবাদ