র্যাঙ্কিং থেকে বাদ সাকিব
জুয়াড়ির ফোন পাওয়ার কথা না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে সদ্য সমাপ্ত ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি তার। এই সিরিজ শেষেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ক্যাটাগরিতে কোথাও নাম নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
নতুন র্যাঙ্কিংয়ে সাকিবের নাম না থাকায় অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। তবে সাকিব না থাকলেও এই ক্যাটাগারির চার নম্বরে রয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নাম। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ জনের তালিকায় নাম নেই নিষিদ্ধ সাকিবের।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দুই ও তিন নম্বরে যথাক্রমে অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ আর তিনে উঠেছেন ডেভিড মালান। বোলারদের তালিকায় শীর্ষে পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আফগান দলপতি রশিদ খান আছেন এক নম্বরে। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার, ইমাদ ওয়াসিম, অ্যাডাম জাম্পা এবং শাদাব খান।