কমলগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্ধুদের সাথে ছেঙ্গা মারা খালে গোসল করতে গিয়ে জীবন মাদ্রাজী (২০ ) নামে এক চা শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৩ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। সে শমসেরনগর ইউনিয়নের রেলী টিলা গ্রামে বুলাইয়া মাদ্রাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শমসেরনগর চা বাগানে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর চা বাগানের রেলী টিলা গ্রামের বুলাইয়া মাদ্রাজীর ছেলে জীবন মাদ্রাজী (২০) একই এলাকার ৩ বন্ধুর সাথে বিকাল সাড়ে ৪টায় চাতলাপুর ব্রীজের ৯নং সেকশনের ৮নং লেকে (ছেঙ্গা মারা বাঁধ নামক খাল) গোসল করতে নামে। কিন্তু অপর তিনজন উঠলেও জীবন মাদ্রাজী নিখোঁজ হয়। ঘটনার পর থেকে স্থানীয় চা শ্রমিকরা লেকে নেমে খোঁজেও জীবনকে উদ্ধার করতে পারেনি। স্থানীয় এলাকাবাসী শমশেরনগর ফাঁড়ির পুলিশকে সন্ধ্যায় নিখোঁজের বিষয়টি জানালে পুলিশ কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলকে খবর দেয়। সন্ধ্যার পর কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ দল ঘটনাস্থলে আসলে সিলেট থেকে ডুবুরি আসার অপেক্ষায় ছিল তারা। পরে চা শ্রমিকরা মাছ ধরার টানা জাল টেনে সন্ধ্যা সাড়ে ৭টায় নিখোঁজ জীবনের লাশ উদ্ধার করে।শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী লেকে গোসলে নেমে নিখোঁজ ও ৩ ঘন্টা পর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।