সিলেটে আগুনে পুড়লো সাত দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিলেট সদর উপজেলার টুকেরবাজারে আগুনে পুড়েছে সাত দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে। বৈদ্যুতিক শর্ট থেকেই বাজারের দিলাল মার্কেটে এ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
স্থানীয়রা জানান, দিলাল মার্কেটে একটি তুলার গোদামে প্রথমে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে যায়। পরে দমকল বাহিনী সেখানে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে।
দমকল বাহিনী সিলেটের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নাইন বলেন, ‘তুলার গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।’