পেঁয়াজ ছাড়া আমি ২২ পদের রান্না জানি -খাদ্যমন্ত্রী
পেঁয়াজ ছাড়া রান্না উৎসাহ দিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমি পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানি। খাদ্যভবনে চালকল মালিকদের সাথে এক বৈঠকে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
রোববার (১৭ নভেম্বর) বৈঠকে চালকল মালিক পেঁয়াজের দাম কমানোর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, পেঁয়াজ না খেলে কী হয়? মালিকরা উত্তর বলে, পেয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে। তখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র বলেন, পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারবো।
সভার উপস্থিত সবাই তখন মন্ত্রীর ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রী হাস্যরস করে তার বাসায় আসতে বলেন। অনুষ্ঠানে পেঁয়াজের দাম কেলেঙ্কারির মতো চালের দামে যাতে কোনও কেলেঙ্কারি না হয়ে সে নির্দেশ দেন চালকল মালিকদের প্রতি।