রাজনগরে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা


মৌলভীবাজারের রাজনগর বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮ টার দিকে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী আক্তার।

এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকায় পণ্যের দাম না লেখা ও মোবাইল কোর্টকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে রুবেল ব্রাদার্সকে ১০ হাজার টাকা, বেশি দামে পেয়াঁজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার দায়ে মডার্ন লাইব্রেরীকে ৫ হাজার টাকা, খান ব্রাদার্সকে ৫ হাজার টাকা, রাজনগরী ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা ও আহমদ হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী আক্তার বলেন, রাজনগরে ৫টি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা না রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যাবসায়ীদের বলে দেয়া হয়েছে। বাজার তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ