২০ ফেব্রুয়ারি ফুলতলী কামিল মাদরাসার শতবর্ষপূর্তি অনুষ্ঠান
সিলেটের জকিগঞ্জে উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শতবর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন্যের লক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী বছরের ২০ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান সফলের লক্ষ্যে চলছে একের পর এক বৈঠক। ১৯২০ সালে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(র.)-এর বংশীয় চাচাতো ভাই প্রথিতযশা আলেম মাওলানা ফাতির আলী (র.) প্রতিষ্ঠিত এ মাদরাসা আগামী বছরের ২০ ফেব্রুয়ারি শতবর্ষে পদার্পণ করবে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে দেশ বিদেশের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শতবর্ষপূর্তি অনুষ্ঠান সফলের লক্ষ্যে শুক্রবার বাদ জুম’আ সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা মিলনায়তনে শতবর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হবিবুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শতবর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা নজমুল হুদা খান, কমিটির সদস্য চান্দগ্রাম সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন ভাদেশ্বর সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, সিংচাপইড় আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম, সিলেট আল কুরআন মেমোরাইজিং সেন্টারের প্রিন্সিপাল মাওলানা ইমরান উদ্দিন চৌধুরী, ভাদেশ্বর সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, মিয়ার বাজার আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমুদ, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা জইন উদ্দিন, নবীগঞ্জ আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনসুর আহমদ আজাদ, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী, জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ইছামতি কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ইমদাদুর রহমান খান, সিলাম দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা হাবিবুর রহমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা সৈয়দ মুন্তাসির আলী, মানিককোণা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহীম, ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ চৌধুরী, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রভাষক মাওলানা মুহিবুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সহ অফিস সম্পাদক তৌরিছ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা সুলাইমান হোসাইন খান, মাওলানা ইমরান আহমদ, মাওলানা সাইদুর রহমান ও মাওলানা আবূ হেনা ইয়াসিন।
সভায় শতবর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে স্মারক ও ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্তসহ বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয় এবং নাম রেজিস্ট্রেশনের তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত বর্ধিত করা হয়।