রাজনগরে ৩ জোড়া মেছো বাঘের বাচ্ছা উদ্ধার
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে ৬ টি মেছো বাঘের বাচ্ছা উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার ২৩ নভেম্বর উপজেলার ইসলামপুরের একটি ধান ক্ষেত থেকে বাচ্ছাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে যখন শ্রমিকেরা ধান কাটতে যান ঠিক সেই সময়ই তারা মেছো বাঘের ৬ টি বাচ্ছা দেখতে পান খবর ছড়িয়ে পড়লে বাচ্ছা গুলোকে দেখতে গ্রামের লোকজন ভীড়জমান।
পরে সন্ধ্যার পর বনবিভাগকে খবর দেওয়া হয়।
সে খবরের ভিত্তিতে শনিবার সকালে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের ব্যাবস্থাপনায় বাচ্ছা গুলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বাচ্ছা গুলোকে সুস্থ করে তুলার জন্য বর্তমানে শ্রীমঙ্গলের সবুজবাগে শ্যাম পাপ্পুর অধিনে রাখা হয়েছে পরে এগুলোকে অবমুক্ত করা হবে।
বাচ্ছা গুলোর বয়স ২৫-২৬ দিন হবে বলে ধারনা করা হচ্ছে।