কুলাউড়ায় বিয়ের উপহার ২ কেজি পিয়াজ
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বোনের বিয়েতে উপহার হিসেবে দুই কেজি পিয়াজ উপহার দিয়েছেন এমসি কলেজের অনার্স এর ছাত্র আহমদ হাসান মান্না। সম্প্রতি দেশে পিয়াজের দাম অনেক বেশি হওয়ায় এর আগে দেশের বিভিন্ন জায়গায় এ রকম উপহার দেওয়া হলে ও কুলাউড়ায় এই প্রথম উপহার নিয়ে আলোচনা হচ্ছে।
জানা যায়, আজ সোমবার কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের আকবর আলীর মেয়ে রুবী বেগমের সাথে একই ইউনিয়নের, রবিরবাজারের ব্যবসায়ী রেজাউল করিমের বিয়ে ছিল।এতে আহমদ হাসান মান্নাকে দাওয়াত দেন কনের ছোট ভাই আনোয়ার হোসাইন। বিয়েতে আসার সময় উপহার হিসেবে তিনি ২ কেজি পেয়াজ নিয়ে আসেন।
কনের ভাই আনোয়ার জানান,আমার বড় বোনের বিয়েতে বন্ধুবান্ধব অনেককে দাওয়াত দিয়েছি।এ হিসেবে মান্নাকে ও দাওয়াত দিয়েছে সে উপহার হিসেবে পেয়াজ এনেছে।মান্নার এই বিচিত্র উপহার নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ফেইসবুকে এবং এলাকার মানুষের মুখে মুখে এখন পেঁয়াজ উপহার দেওয়ার কথা আলোচনা হচ্ছে।