বালাগঞ্জে সাবেক সাংবাদিকের মাতৃবিয়োগে শোক

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সাবেক বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি, পশ্চিশ গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের বাসিন্দা শিপন আহমদ খানের মাতৃ বিয়োগে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের (মূলধারা) নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রেসক্লাব নেতৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশকারীরা হলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেট মিররের উপজেলা প্রতিনিধি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মানব জমিনের উপজেলা প্রতিনিধি আব্দুস শহিদ,
কার্যকরী সদস্য প্রবীণ সাংবাদিক ডা: তখলিছ আলী। বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আ হ ইমন শাহ্, সাধারণ সম্পাদ ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. কাজল মিয়া, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোমিন মিয়া ও সাংবাদিক এমএ কাদির প্রমুখ।


৩০ নভেম্বর সকাল ১০ঃ২৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র শিপন আহমদ ও ৯ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও সংবাদ