সমাজসেবায় অবদানের স্বরুপ হিউম্যান রাইটস এওয়ার্ড পেলেন পূর্বজুড়ীর চেয়ারম্যান
সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য হিউম্যান রাইটস পিস এওয়ার্ড ২০১৯ এ ভূষিত হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব ইউনিয়নের তিন বারের নির্বাচিত, জেলার মধ্যে দুইবারের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান জনাব সালেহ উদ্দিন আহমদ।
হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেওয়া হয়।এ সময় উপস্হিত ছিলেন স্হানীয় আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ন রশীদ রাজি, পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শামীম আহমেদ, ইউনিয়ন পরিষদের সচিব আবু শাহীন, টালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তাজ উদ্দিন
এ সম্মাননা পাওয়ার পেছনে তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ইউনিয়নের সকলের ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং তাদের সহযোগিতায় কাজ করে এ সম্মাননা অর্জন করেছি।
সম্প্রতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তিনি জুড়ীতে প্রথম তার ইউনিয়নে ছাদ বাগান করে প্রশংসিত হয়েছেন।